সিটিজেন চার্টারঃ
ক্র:নং |
সেবার ধরণ |
সেবা গ্রহণকারী সংস্থা/ব্যক্তি |
সেবার বিবরণ |
সেবা প্রদানের স্থান |
০১ |
মা ও শিশু সহায়তা কর্মসূচি |
পল্লী এলকায় দরিদ্র গর্ভবতী মা |
প্রতি মাসে ৮০০ টাকা হারে৩ বছর মেয়াদে উপজেলায় ১৫টি ইউনিয়নে প্রতিমাসে ৬জন করে মোট ১০৮০ জন দুস্থ মহিলাকে ভাতা প্রদান করা হবে। মহিলাদের অবশ্যই ৪-৬মাস গর্ভকালীন অবস্থা থাকতে হবে, এ এন সি কার্ড থাকতে হবে, যে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা পেতে ইচ্ছুক সেরকম একটি ভ্যালিড ব্যাংক একাউন্ট থাকতে হবে, এন আই ডি কার্ড থাকতে হবে। এবং সচল ফোন নম্বর থাকতে হবে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় (সকল), বানিয়াচং, হবিগঞ্জ। |
০২ |
ভিডব্লিউবি |
দরিদ্র পীড়িত ও দুস্থ গ্রামীণ মহিলা |
২৪ মাস মেয়াদী ২৩৭৫ জনকে খাদ্য সহায়তা ও আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়, (সকল), বানিয়াচং, হবিগঞ্জ। |
০৩ |
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষ্রদ্র ঋণ তহবিল |
গ্রামীণ দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের |
গ্রামীণ দরিদ্র ও নিম্ন আয়ের মহিলাদের আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে সমিতির মাধ্যমে ২৫ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ১০ কিস্তিতে ঋণ আদায় করা হয় ৫% সার্ভিস চার্জ এবং ঋণ বিতরণের পর থেকে দুই মাসের গ্রেস পিরিয়ড থাকে। ঋণ গ্রহণকারীকে অবশ্যই নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে, এন আইডি কার্ড থাকতে হবে,দুই কপি ছবি , নমিনিদের নাম এন আইডি কার্ডের ফটোকপি সহ ৩০০টাকার স্ট্যাম্পে লিখিত জামিননামা দিতে হবে নমিনির স্বাক্ষর সহ। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ |
০৪ |
বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ |
নিবন্ধিত মহিলা স্বেচ্ছা সমিতি সমূহ |
মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য নিবন্ধিত মহিলা সমিতিকে আবেদণের প্রেক্ষিতে বছরে একবার আর্থিক অনুদান প্রদান করা হয়।নতুন নিবন্ধনের জন্য সমিতিগুলোর সমিতি গঠনের নির্দেশনাবলি অনুযায়ী গঠনতন্ত্র, সদস্যদের এন আই ডি, সমিতির নির্ধারিত জায়গাসহ সকল কাগজপত্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ |
০৫ |
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও পাচাররোধে |
নির্যাতিত নারী ও শিশু |
মহিলাদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সহায়তা প্রদান। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ |
০৬ |
বিবিধ
|
ক) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং কগনিজেন্স আদালত হতে প্রেরিত মামলা তদন্ত ও প্রতিবেদন। |
||
খ) নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান। |
||||
গ) বিভিন্ন দিবস পালন। |
০৭ | কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প | ১০-১৮ বছরের ১০ জন কিশোর এবং ২০ জন কিশোরী নিয়ে কিশোর-কিশোরী ক্লাব গঠিত হয়। প্রত্যেক ইউনিয়নে একটি করে কিশোর কিশোরী ক্লাব রয়েছে। এই ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের আবৃত্তি এবং সংগীত শিখানোর পাশাপাশি জীবনদক্ষতাবিষয়ক শিক্ষা দেয়া হয়। এছাড়া পড়ার জন্য বই এবং খেলাধুলার সরঞ্জামসহ নাস্তার ব্যবস্থা রয়েছে। সপ্তাহের শুক্র এবং শনিবার ক্লাব কার্যক্রম পরিচালিত হয়। তিনজন জেন্ডার প্রমোটর এবং প্রতি ক্লাবের জন্য একজন সংগীত এবং একজন আবৃত্তি শিক্ষক রয়েছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস